সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত এই প্লান্টের ডিএস প্লান্টে শর্ট সার্কিট হলে সকাল পৌনে ৮টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে নবীগঞ্জ, মৌললভীবার ও ওসমানীনগর উপজেলার দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। অনেক চেষ্টার পর সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: ঢামেকে অগ্নিকাণ্ডের পর ৩ রোগীর মৃত্যু
পাওয়ার প্লান্টের ম্যানেজার তরুল ইসলাম জানান, বর্তমানে প্লান্টের স্ট্রিম টারবাইনটি বন্ধ রয়েছে। গ্যাস টারবাইনের মাধ্যমে উৎপাদিত ২৫০ মেগাওয়াট বিদ্যুত গ্রিডে সরবরাহ করা হচ্ছে। আগামী ২/৩ দিনের মধ্যে স্ট্রিম টারবাইনটি সচল হবে বলে আশা করছেন তিনি।
আরও পড়ুন:ঠাকুরগাঁওয়ে এক বছরে প্রায় ৫০০ অগ্নিকাণ্ড
তিনি আরও জানান, স্ট্রিম টারবাইনটি চালু হলে আরও ১৩৩ মেগাওয়াট বিদ্যুত গ্রিডে দেয়া সম্ভব হবে। কি পরিমান ক্ষতি হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।